Class Eight Math for Annual Examination 2022

২০২২ ইংরেজী সনের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন

১। (৫ক+২) একটি বীজগণিতীয় রাশি।

      ক) রাশিটির ১ম ৩টি পদ নির্ণয় কর।

      খ) উদ্দীপকের আলোকে ৪র্থ ও পঞ্চম পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করা এবং অঙ্কনের সত্যতা যাচাই কর।

      গ) রাশিটির প্রথম ১২০টি পদের সমষ্টি নির্ণয় কর।

২। ১,৩,৫,৭,৯,১১,………… একটি প্যাটার্ন।

     ক) তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় কর।

     খ) প্যাটার্নটি যে বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন কর।

     গ) প্যাটার্নটির ৪১ তম সংখ্যা থেকে ১০০ তম সংখ্যা পর্যন্ত মোট ৬০টি সংখ্যার সমষ্টি নির্ণয় কর।





       ক) ফিবোনাক্কি সংখ্যা কী?

       খ) (v)নং কাঠামোটি কীভাবে বের করবে ব্যাখ্যা কর।

     গ) নব্বই তম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন হবে?

৪। রহিম তার মোবাইলটি ৫০০০ টাকায় বিক্রি করলেন। তিনি হিসাব করে দেখলেন যে তার ১০% ক্ষতি হয়েছে।

      ক) রহিমের কত টাকা ক্ষতি হয়েছে?

      খ) রহিম যদি ৮% লাভ করতে চায় তবে তাকে কত টাকায় মোবাইলটি বিক্রি করতে হবে?

      গ) মোবাইলের ক্রয়মূল্যের সমান টাকা ১০% মুনাফায় ব্যাংকে জমা রাখলে ৪ বছর পর মুনাফা-আসলে তিনি কত টাকা পাবেন?

৫। রায়হান সাহেব ১০% মুনাফায় ৮০০০ টাকা ৪ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন।

     ক) ১২% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর।

     খ) উদ্দীপকের আলোকে ৩ বছরের সরল মুনাফা ও মুনাফা-আসল নির্ণয় কর।

      গ) উদ্দীপকের আলোকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর।

৬। কোন আসল ২ বছরে মুনাফা-আসলে ৫৬০০ টাকা হয়। মুনাফ, আসলেন  অংশ।

      ক) আসল কত?

     খ) মুনাফার হার নির্ণয় কর।

     গ) একই হারে উক্ত মূলধনের জন্য ২ বছর পর সরল মুনফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।

৭। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৫০ মিটার।এর ভিতরের চারদিকে ২ মিটার প্রশস্থ একটি রাস্তা আছে।

     ক) বাগানের ক্ষেত্রফল বর্গসেন্টিমিটারে নির্ণয় কর।

     খ) রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর।

     গ) আয়তাকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের দের্ঘ্য প্রস্থের ৫ গুণ হলে তার পর পরিসীমা কত? 

৮। ৫০ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ দিয়ে আড়াআড়িভাবে ৩ মিটার চওড়া দুইটি রাস্তা আছে।

    ক) আনুপাতিক হার ঠিক রেখে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি আঁক।

    খ) রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত? নির্ণয় কর।

    গ) রাস্তাছাড়া প্রতি মিটার ২০০ টাকা হারে মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?

৯। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ।

     ক) আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

     খ) আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় কর।

     গ) আয়তাকার ক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।






Comments